ঢাকা, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন
গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে ২৬ সে.মি. উপর দিয়ে প্রবাহিত 
সুমন কুমার বর্মন গাইবান্ধা 
গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে ২৬ সে.মি. উপর দিয়ে প্রবাহিত 
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে ব্রহ্মপুত্রসহ জেলার সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, গত সোমবার বিকাল ৩টা থেকে গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি মঙ্গলবার ৩টা পর্যন্ত ১১ সে.মি. বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।
ফলে নদীর তীরবর্তী নিচু এলাকা এবং চরাঞ্চলে পানি ঢুকে পড়েছে। অপরদিকে ঘাঘট নদীর পানি কিছুটা বৃদ্ধি পেলেও এখন বিপদসীমার ২ সে.মি. এবং করতোয়া নদীর পানি বিপদসীমার ২৪ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হয়।
পানি বৃদ্ধির ফলে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী উড়িয়া, গজারিয়া, ফুলছড়ি, এরেন্ডাবাড়ী ও ফজলুপুর ইউনিয়নে আমন বীজতলা, রোপা আমন, পাট, মরিচ, বেগুন, পটলসহ নিম্নাঞ্চলের বিভিন্ন ফসল তলিয়ে গেছে। এদিকে ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের গুনভরি হতে রতনপুর এবং মশামারী হতে ভুষিরভিটা যাওয়ার রাস্তাসহ বেশ কয়েকটি রাস্তা তলিয়ে যাওয়ায় ওই এলাকার লোকজনের দুর্ভোগ বেড়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ফুলছড়ির রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি হাঁটু পানিতে নিমজ্জিত হয়েছে।
এব্যাপারে কামারজানি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম জাকির জানান, পানি বৃদ্ধির কারণে নদীর পানি বেড়ে যাওয়ায় তার ইউনিয়নের ৫টি ওয়ার্ডে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় ৮০টি পরিবার তাদের বসতভিটা হারিয়েছেন।

6 responses to “গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে ২৬ সে.মি. উপর দিয়ে প্রবাহিত ”

  1. Hi! Do you use Twitter? I’d like to follow you if that would be okay.
    I’m absolutely enjoying your blog and look
    forward to new posts.

  2. Hello there! This post could not be written any better!

    Looking at this article reminds me of my previous roommate!

    He continually kept talking about this. I am going to send this
    post to him. Pretty sure he’s going to have a very
    good read. Thanks for sharing!

  3. Terrific work! That is the type of info that are meant to be shared around the
    net. Disgrace on the seek engines for not positioning this publish upper!
    Come on over and seek advice from my web site .
    Thank you =)

  4. I don’t even know how I ended up here, but I thought this post was good.
    I don’t know who you are but definitely you are going to
    a famous blogger if you aren’t already 😉 Cheers!

  5. Hi, I think your site might be having browser compatibility issues.
    When I look at your blog in Ie, it looks fine but when opening
    in Internet Explorer, it has some overlapping.
    I just wanted to give you a quick heads up! Other then that, amazing blog!

  6. Hi there every one, here every one is sharing
    such knowledge, thus it’s pleasant to read this web site, and I used to pay a visit this blog every day.

Leave a Reply

Your email address will not be published.

x