ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জে দুর্গম চর থেকে এক যুবতীর লাশ উদ্ধার
জুয়েল রানা, সুন্দরগঞ্জ (গাইবান্ধা

সুন্দরগঞ্জে দুর্গম চরে ধান ক্ষেত থেকে এক যুবতীরর লাশ উদ্ধার করেছে পুলিশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুর্গম চরাঞ্চলে ধানের ক্ষেত থেকে নুর বানু(৩৩)নামের এক যুবতীর মরাদেহ উদ্ধার করেছে সুুন্দরগঞ্জ থানা পুলিশ।

জানা যায়,বুধবার সকাল সাড়ে ৯ টার সময় স্থানীয় কৃষকেরা জমিতে কাজ করতে গিয়ে আঃ লতিফ মিয়ার পানির সেচ পাম্পের পাশে ইউক্যালিপটাস গাছের গোড়ায় গলায় ওড়না পেচানো অবস্থায় নুর বানু নামের এক যুবতীর মরাদেহ দেখতে পায়।পরে স্থানীয়রা সুন্দরগঞ্জ থানা পুলিশ কে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ যুবতীর  মরাদেহ উদ্ধার করে। ঐ যুবতী তারাপুর ইউনিয়নের খোদ্দারচর গ্রামের সাহেব আলীর মেয়ে নুর বানু ।

ঐ যুবতীর বড় ভাই হামিদুর রহমান বলেন,আমার ছোটবোন নুর বানু গতকাল মঙ্গলবার সকালে আমাদের বাড়ি থেকে স্বামীর বাড়ি পীরগাছা উপজেলার রহমতের চড় গ্রামে চলে যায়।এরপর আজকে সকালে এলাকাবাসীর মাধ্যমে ধান ক্ষেতে মরাদেহ পড়ে থাকার খবরটি পেলে আমরা সবাই ছুটে এসে দেখতে পাই ছোটবোন নুরবানুর মরাদেহ।তিনি বলেন আমার বোন গতকাল আমাদের বাড়ি থেকে গেল আর আজকে সকালে তার মরাদেহ এখানে তাহলে বিষয়টি স্বাভাবিক নয় অবশ্যই এ বিষয়টি প্রশাসন কে খতিয়ে দেখা উচিত।

তারাপুর  ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবু বলেন,নুরবানুর মৃত্যু স্বাভাবিক নয় আসলে এরকম ঘটনা খুবই নিন্দনিয় ও দুঃখজনক।আমি আশা করি পুলিশ এই মৃত্যুর বিষয়টি সঠিক তদন্তেরর মাধ্যমে সত্য উম্মোচন করুক এবং প্রকৃত দোষীদের খুজে বের করে শাস্তি দেওয়া হোক।

এবিষয়ে থানা অফিসার ইনচার্জ আবদুল্লাহিল জামান বলেন,স্থানীয়দের  মাধ্যমে খবর পেয়ে  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

x