ঢাকা, শনিবার ১৮ মে ২০২৪, ০১:০৮ অপরাহ্ন
রংপুরে তৃতীয় দিনে ভ্রামমান আদালতের অভিযান ২শজনকে জরিমানা
হীমেল মিত্র অপু স্টাফ রিপোর্টার

আজ (৩ জুলাই ) শনিবার সরকার ঘোষিত কঠোর লকডাউনের তৃতীয় দিনে বেড়েছে প্রশাসন ও আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা। রংপুর নগরীর বিভিন্ন স্থানে যানবাহন ও জনচলাচলে চলছে তল্লাশি। মাক্স বিহীন চলাচল কারীদের সতর্ক করে মাক্স বিতরণ করছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী,বিজিবি, র‌্যাব, মেট্রোপলিটন পুলিশ ও ব্যাটালিয়ান আনসার।

রংপুর সিটি কর্পোরেশনে ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলছে কঠোর তদারকি। জেলার বিভিন্ন উপজেলায় ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা পুৃলিশ ও আইন শৃংঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে। রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট মোঃ রায়হানুল ইসলাম জানান, কঠোর বিধি নিষেধেও অপ্রয়োজনীয় চলাচল নিয়ন্ত্রন ও হাট বাজারে সমাগম কমাতে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে। আইন অমান্য কারি ২ শতাধিক মানুষকে লক্ষ্যধিক টাকা জরিমানা করা হয়েছে। এতেও করোনা সচেতনতা না বাড়লে আইন অমান্য কারীদের গ্রেফতার করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

x