করোনা মহামারিতেও চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্যাংকের পরিচালন মুনাফায় বড় প্রবৃদ্ধি করেছে এনআরবিসি ব্যাংক
২০১২ সালে অনুমোদন পাওয়া চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে অন্যতম এনআরবিসি ব্যাংক।
চলতি বছরের প্রথমার্ধে পরিচালন মুনাফা ১৫০ কোটি টাকা ছাড়িয়েছে। ২০২০ সালের প্রথমার্ধে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৯১ কোটি টাকা। তাদের মুনাফায় ৬৪.৮৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে ।
মধুমতি ব্যাংক ১২৭ কোটি, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক (এসবিএসি) ৮০ কোটি ও মেঘনা ব্যাংক ৭০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে।
২০২০ সালের প্রথমার্ধে এ ব্যাংকগুলোর মধ্যে মধুমতি ১২৫ কোটি টাকা , এসবিএসি ৭০ কোটি ও মেঘনা ব্যাংকের পরিচালন মুনাফা ছিল ১২ কোটি টাকা।