ঢাকা, শনিবার ০১ এপ্রিল ২০২৩, ০৫:২৫ অপরাহ্ন
সপ্তাহের শুরুতে নতুন মাইফলক স্পর্শ করল ডিএসইএক্স
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে সপ্তাহের প্রথম দিনের লেনদেন শেষ হয়েছে।  আগের দুই কার্যদিবস পতন হলেও রোববার (২২ আগস্ট) বড় উত্থান দিয়ে সপ্তাহ শুরু হলো। এর মাধ্যমে ডিএসইর ডিএসইএক্স সূচকটি ছয় হাজার ৮০০ পয়েন্টের মাইফলক স্পর্শ করল।

রোববার ডিএসইতে সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। একই সাথে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮১.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৮৪২.২৩ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি শুরুর পর থেকে আজই প্রথম ছয় হাজার ৮০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করেছে।

আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৮.৩৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৮.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৭৯.৭২ পয়েন্টে এবং দুই হাজার ৪৫১.৮৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ২ হাজার ৭০৬ কোটি ৩১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪৮৭ কোটি ৮৮ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ২১৮ কোটি ৮৮ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪৭টির বা ৬৫.৬৯ শতাংশের, শেয়ার দর কমেছে ৯৬টির বা ২৫.৫৩ শতাংশের এবং ৩৩টির বা ৮.৭৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

3 responses to “সপ্তাহের শুরুতে নতুন মাইফলক স্পর্শ করল ডিএসইএক্স”

  1. We are a group of volunteers and starting a new scheme in our
    community. Your website provided us with helpful info to work on. You have performed a formidable process and our entire community will likely be grateful
    to you.

  2. I happen to be commenting to make you know what a excellent experience my friend’s daughter enjoyed using your web site. She figured out many pieces, which included what it is like to possess an ideal giving nature to let the rest effortlessly thoroughly grasp chosen complex subject areas. You truly exceeded readers’ expectations. Thanks for producing these informative, dependable, informative and fun tips on this topic to Evelyn.

  3. check that says:

    Most of whatever you point out is astonishingly appropriate and that makes me ponder why I hadn’t looked at this with this light before. This article truly did turn the light on for me as far as this subject goes. However there is one factor I am not necessarily too comfortable with and whilst I attempt to reconcile that with the core theme of the position, let me observe just what all the rest of your subscribers have to point out.Nicely done.

Leave a Reply

Your email address will not be published.

x