ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন
পবিত্র আশুরা উপলক্ষ্যে ব্যাংক লেনদেনে নতুন নির্দেশনা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

পবিত্র আশুরা পালিত হবে আগামী শুক্রবার (২০ আগস্ট)। তবে এদিন আশুরা হলেও তফসিলি ব্যাংকে ছুটি নির্ধারিত রয়েছে ১৯ আগস্ট। যা পুন:নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

আশুরায় সরকারি ছুটি থাকায় ব্যাংকগুলো ওই দিন বন্ধ থাকে। কিন্তু এবার তা সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার পড়েছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নতুন একটি সার্কুলার জারি করে ছুটির বিষয়টি স্পষ্ট করেছে।

এর আগে ১২ আগস্ট বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।  সেখানে বলা হয়, আশুরার ছুটি বৃহস্পতিবারে নয়, শুক্রবার।  ফলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আগামীকাল বৃহস্পতিবার খোলা থাকবে।

ওই সার্কুলার আরও বলা হয়, আগে আশুরার ছুটি বৃহস্পতিবার ঘোষণা করা হলেও জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী- আশুরার ছুটি শুক্রবার। এ কারণে এই ছুটি বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার পুনর্নির্ধারণ করা হলো।

3 responses to “পবিত্র আশুরা উপলক্ষ্যে ব্যাংক লেনদেনে নতুন নির্দেশনা”

  1. Great blog right here! Also your site a lot up fast!
    What host are you the use of? Can I am getting
    your affiliate hyperlink on your host? I wish my website loaded up
    as quickly as yours lol

  2. Yesterday, while I was at work, my sister stole my apple ipad and tested
    to see if it can survive a 40 foot drop, just so she can be a youtube sensation.
    My apple ipad is now destroyed and she has 83 views. I know
    this is entirely off topic but I had to share it with someone!

  3. Hurrah! After all I got a weblog from where I be capable
    of genuinely get useful information regarding my study and knowledge.

Leave a Reply

Your email address will not be published.

x