ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক বিধবা নারীর মৃত্যু
মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে কল্পনা খাতুন (৩৫) নামে এক বিধবা নারীর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার মামুনশিয়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত শাহানাজ একই গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানাযায়, উপজেলার কুশনা ইউনিয়নের মামুনশিয়া গ্রামের পশ্চিমপাড়ার আব্দুল খালেকের মেয়ে কল্পনা।

বুধবার দুপুরে বাড়ির ছাদে ধান শুকাচ্ছিলেন। এসময় ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন সার্ভিস তারে অসাবধানতায় হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

x