ঢাকা, সোমবার ২০ মে ২০২৪, ০২:৫০ পূর্বাহ্ন
ঈদগাঁওতে কঠোর লকডাউন পালিত হচ্ছে
স্টাফ রিপোটার,ঈদগাঁও

কক্সবাজার সদরের ঈদগাঁওতে পালিত হচ্ছে কঠোর লকডাউন। বিধি নিষেধের প্রথম দিনে  ব্যাপক তৎপরতায় রয়েছেন আইন শৃংঙ্খলা বাহিনী।

করোনা সংক্রমণ হার ও মৃত্যু বেড়ে যাওয়ায় তিন দিনের সীমিত বিধিনিষেধ শেষে ১ জুলাই থেকে সপ্তাহব্যাপী শুরু হয় কঠোর লকডাউন জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে মাঠে কঠোর অবস্থানে আইনশৃংঙ্খলা বাহিনী।

সারাদেশের মতো ঈদগাঁওতে ও কঠোরভাবে পালিত হচ্ছে লকডাউন। ফার্মেসী,খাদ্যসামগ্রী দোকান ছাড়া অপরাপর ব্যবসায়ীক প্রতিষ্টান সম্পূর্নরুপে বন্ধ রয়েছে। অপ্রয়োজনীয় লোক জনকে তেমন দেখাও যাচ্ছেনা। সকাল থেকে  সেনাবাহিনী,বিজিবিসহ পুলিশী টহল অব্যাহত রয়েছে। মহাসড়কের ঈদগাঁওর স্টেশন পয়েন্ট ফাঁকা বললেই চলে। বাজারে বিভিন্ন মার্কেটে দোকান বন্ধ রয়েছে। অপ্রয়োজনীয় বাহির হওয়া যান চালকদের সাথে কথাও বলেছেন পুলিশ।

ব্যবসায়ী আবদুল্লাহ জানান, করোনা সংক্রমন ঠেকাতে বৃহস্পতিবার সকাল থেকেই কঠোর ভাবে লকডাউন পালিত হচ্ছে। মাঠে রয়েছেন সেনাবাহিনী,বিজিবিসহ পুলিশ দল।

সেচ্ছাসেবী সংগঠক রানা জানালেন ঘোষিত লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছেন আইন শৃংখলা বাহিনী। সবাইকে ঘরে থাকা আহবান।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকতা মুঠোফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

 

One response to “ঈদগাঁওতে কঠোর লকডাউন পালিত হচ্ছে”

  1. Hi there, just became aware of your blog through Google, and
    found that it is really informative. I’m gonna watch out for brussels.
    I will be grateful if you continue this in future. Lots of people will be benefited from your writing.
    Cheers!

Leave a Reply

Your email address will not be published.

x