ঢাকা, মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন
মানবতায় মানুষ রংপুরের কঠোর লকডাউনে প্রচারণা, মাক্স বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি
হীমেল মিত্র অপু, স্টাফ রিপোর্টার

করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত সাত দিনের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। আইনশৃংখলাবাহিনীর কড়াকড়িতে রংপুরের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা দেখা গেছে।

রংপুর নগরীর বিভিন্ন সড়কে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

আজ (১ জুলাই ) বৃহস্পতিবার সকাল ১০ টা হতে দুপুর ১ টা পযর্ন্ত  রংপুর নগরীর শালবন ইন্দ্রিরা মোড়, পায়রা চত্বর, সিটি পৌর বাজার, জাহাজ কোম্পানি মোড় সহ নগরীর বিভিন্ন পয়েন্টে    জনসাধারণকে সচেতন করার জন‍্য মাইকিং, হ‍্যান্ড সেনিটাইজার সহ মাক্স বিতরণ করা হয়।

নগরীর সড়কে জনসাধারণের উপস্থিতি অনেকটাই কম ছিল। কোথাও কোথাও ব্যক্তিগত গাড়ি দেখা গেলেও সেই সংখ্যা একেবারেই কম। যাত্রী না থাকায় সিএনজি চালিত অটোরিকশা, রিকশা চালকদের অলস সময় কাটাতে দেখা গেছে। এ সময় অনেকের সুরে হতাশা প্রকাশ পেয়েছে।

মানবতায় মানুষ রংপুর সামাজিক সংগঠনের সদস্য সাজ্জাদ হোসেন রাস্তায় বের হওয়া কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে। রিকশার আরোহীদের বেশি জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে।

সামাজিক সংগঠন মানবতায় মানুষ, রংপুরের সাধারণ সম্পাদক, অলোক নাথ বলেন,

দেশে করোনার প্রার্দূভাব বেড়ে যাওয়ায় রংপুর নগরীর সাধারণ মানুষের সচেতনতার লক্ষ্যে সামাজিক সংগঠন  মানবতায় মানুষ রংপুরের পক্ষ থেকে আজ কঠোর লকডাউনের প্রথম দিনে আমরা হ‍্যান্ড মাইকিং করেছি, হ‍্যান্ড স‍্যানিটাইজার এবং ৫০০শ মাক্স অসচেতন মানুষের মাঝে বিতরণ করলাম।

আমাদের এই জন সচেতনতা মূলক কর্মসূচি সাতদিন পযর্ন্ত অব‍্যাহত থাকবে।

এই সময় উপস্থিত ছিলেন, সামাজিক সংগঠন মানবতায় মানুষ রংপুরের সভাপতি, মোয়াজ্জেম হোসেন লাভলু।

সাধারণ সম্পাদক, অলোক নাথ। যুগ্ম সাধারণ সম্পাদক, সাজ্জাদ হোসেন। প্রযুক্তি বিষয়ক সম্পাদক, দিব‍্যেন্দু বসু রায়। সাংগঠনিক সম্পাদক, নয়ন কুমার মোহন্ত। ক্রিড়া বিষয়ক সম্পাদক, দানিস আহমেদ, সজল আহমেদ। সদস্য, হীমেল মিত্র অপু। মনির হোসেন, আরিফ।

প্রসঙ্গত, জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে কঠোর বিধি-নিষেধ ও নিষেধাজ্ঞা আরোপ করে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এবার লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসারসহ সেনাবাহিনী মাঠে রয়েছে।

8 responses to “মানবতায় মানুষ রংপুরের কঠোর লকডাউনে প্রচারণা, মাক্স বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি”

  1. Acculatty says:

    At your annual physical you should have your blood pressure checked buying cialis online Int J Radiat Oncol Biol Phys 1999; 45 677 685

  2. … [Trackback]

    […] Find More here to that Topic: doinikdak.com/news/31133 […]

  3. … [Trackback]

    […] Information to that Topic: doinikdak.com/news/31133 […]

  4. WosPzncSA says:

    Desalted peptides were lyophilized to dryness in a SpeeVac Thermo, then resuspended in 50 ОјL 0 cialis generic 5mg

  5. … [Trackback]

    […] Find More to that Topic: doinikdak.com/news/31133 […]

  6. … [Trackback]

    […] Information on that Topic: doinikdak.com/news/31133 […]

  7. … [Trackback]

    […] Info to that Topic: doinikdak.com/news/31133 […]

  8. Piedabe says:

    Comparison of mean SD serum levels of FBS, insulin, and HOMA- IR in participants receiving CC, herbal mixture, CC along with herbal mixture where to buy priligy in malaysia Rudolf DyeupUxOGKJkHaeqR 5 19 2022

Leave a Reply

Your email address will not be published.

x