ঢাকা, রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
টানা বর্ষণ ও উজানের ঢলে ঝিনাইগাতী উপজেলার ৩০ গ্রাম প্লাবিত
রাকিব আউয়াল

টানা বর্ষণ ও ওজান থেকে নেমে আসা ঢলের পানিতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরসহ ৩০ গ্রাম প্লাবিত

টানা তিন দিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরসহ অন্তত ৩০ গ্রাম প্লাবিত হয়েছে।

ঢলের পানিতে মহারসী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানির তোড়ে দিঘিরপাড় অংশের শহররক্ষা বাঁধ ভেঙে যায়। শহররক্ষা বাঁধ ভেঙে বুধবার (৩০ জুন) সকাল থেকে ঝিনাইগাতী উপজেলা সদরে পানি প্রবেশ শুরু করে। এতে বাসা-বাড়ী ও দোকান পার্টে পানি ঢুকে পড়েছে। প্লাবিত হয়েছে অন্তত ৩০ টি গ্রাম। ডুবে গেছে কাঁচা-পাকা সড়ক ও অর্ধশতাধিক মাছের ঘের।

x