কোভিড ১৯ করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে শেরপুরের শ্রীবরদীতে মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের বরইকুচি বজারে সিংগাবরুনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামান সোহাগ ব্যবসায়ী, পথচারী ও সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোরাদুজ্জামন মোরাদ, যুবলীগ সদস্য আবুল হাছেন, আমিনুল ইসলাম ভুডা, এরশাদ ও হেবুল মিয়া। এসময় মনিরুজ্জামান সোহাগ বলেন, মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সকলকে মাস্ক ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়া, ঘনঘন সাবান দিয়ে হাত ধৌত করতে হবে।