কক্সবাজার সদরের চৌফলদন্ডীর কৃতিসন্তান প্রফেসর ড.মোহাম্মদ মোস্তফা কামাল জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম) এর নতুন মহাপরিচালক নিযুক্ত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা,অভিনন্দন জানান ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির নেতৃবৃন্দরা।
তাঁর পদোন্নতি ও নতুন দায়িত্ব প্রাপ্তিতে একঝাঁক তরুন সংবাদকর্মীদের অন্যতম সংগঠন ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির নেতৃবৃন্দরা আনন্দিত, গর্বিত ও উচ্ছ্বসিত। তাঁর সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন- সংগঠনের সভাপতি মফিজুল ইসলাম মফি, সাবেক সভাপতি এম আবু হেনা সাগর, সাধারন সম্পাদক আশফাক উদ্দিন আরাফাত, সহ সাধারন সম্পাদক মোজাম্মেল হক, নিবার্হী সদস্য এম ছরুয়ার সিফা, রফিক উদ্দিন লিটন, হাফেজ বজল এবং আলা উদ্দিন।
নতুনদের মধ্যে এনামুল হক, ইমরান তাওহীদ ও হোসাইন সাঈদ।