ঢাকা, বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন
কোটচাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে ফার্মেসী ব্যবসায়ীর মৃত্যু
মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর

ঝিনাইদহের কোটচাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে শাহিন মাহমুদ (৪০) নামে এক ফার্মেসী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয়। মৃত শাহিন মাহমুদ পৌর শহরের রেলষ্টেশন পাড়ার মৃৃত আতিয়ার রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,শহরের কলেজ বাসষ্টান্ডের ফার্মেসী ব্যবসায়ী শাহিন গত (২৪ জুন) বৃহস্পতিবার থেকে সর্দি, কাশি, জ্বরে ভুগছিলেন। সোমবার অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয়। পরিবারের দাবি স্টোক জনিত কারনে তার মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ জানান, মৃত্যুর বিষয়ে শুনেছি। তবে করোনার উপসর্গ ছিল কি না! এই বিষয়ে আমাদের কোন তথ্য দেয়নি। এমনকি হাসপাতালে কোন চিকিৎসা নেয়নি।

নমুনা সংগ্রহ করে পরিক্ষা করলে করোনার বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। ডাঃ রশিদ বলেন, চলতি মাসে কোটচাঁদপুর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ১২/১৪ জন করোনা রোগী ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন।

Leave a Reply

Your email address will not be published.

x