ঢাকা, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১১:১০ অপরাহ্ন
ঈদগাঁওতে লকডাউনে মানছেনা বিধি নিষেধ 
স্টাফ রিপোটার, ঈদগাঁও

করোনা সংক্রমণ রোধকল্পে কক্সবাজার সদরের ঈদগাঁওতে লকডাউন মানা হচ্ছেনা কার্যকর বিধি নিষেধ।

মঙ্গলবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার পরও  ঈদগাঁও বাজারে দোকানপাঠ, মাকের্ট,শপিং মল খোলা রয়েছে। সাধারণ মানুষের উপস্থিতিও বেশি। মানুষ প্রয়োজন ছাড়াও ঘর থেকে বের হচ্ছে। সকালেই দুজন ট্রাফিক পুলিশের উপস্থিতি চোখে পড়ে।

ঈদগাঁও স্টেশনে দুরপাল্লার গনপরিবহন চলাচল না করলেও ছোট ছোট যান চলাচল করতে দেখা যায়। তবে বাজার এলাকায় তিন চাকার যান চলাচল স্বাভাবিক রয়েছে। লকডাউনে সবকিছুই খোলা।

প্রজ্ঞাপন সূত্র মতে, ২৮ জুন সকাল ৬টা থেকে ১লা জুলাই সকাল ৬টা পর্যন্ত পন্যবাহী যান ও রিকসা ছাড়া সকল গনপরিবহন বন্ধ থাকবে, শপিং মল, মার্কেট বন্ধ থাকার কথা থাকলেও এসবকে তোয়াক্কা করছেনা ব্যবসায়ীরা। সে সাথে যানবাহন চালকরা নিদের্শনা মানছেনা। সকাল থেকেই মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে টমটম, মাহিন্দ্রা, সিএনজিসহ অন্যান্য যানবাহন।পূর্বে থেকে লকডাউনের খবর শোনার পরও তারা অজ্ঞতার পরিচয়ে দেদারছে চালাচ্ছে তাদের নিজস্ব বা ভাড়াকৃত যানবাহন।

লকডাউন থাকার পরেও ঈদগাঁও বাজার-স্টেশনে নরনারী ক্রেতাদের ভীড় যেন লক্ষনীয়। মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি ও মুখে মাস্ক দেওয়া।

সচেতন মহলের মতে, করোনা সংক্রমনের বিষয়ে সচেতনতার লক্ষে জনবহুল পয়েন্টে প্রচার প্রচারনা নেই। এভাবে বাজার-স্টেশনে জনসংখ্যা বাড়লে করোনা সংক্রমন ঠেকানো তো দূরের কথা, বৃদ্বির আশংকা প্রকাশ করেন।

One response to “ঈদগাঁওতে লকডাউনে মানছেনা বিধি নিষেধ ”

  1. … [Trackback]

    […] Here you can find 49378 additional Information to that Topic: doinikdak.com/news/30403 […]

Leave a Reply

Your email address will not be published.

x