ঢাকা, রবিবার ০৫ মে ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন
করোনায় কোটচাঁদপুরে আম চাষিদের মাথায় হাত
মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আম চাষিদের মাথায় হাত।

লকডাউনের কারণে বাজার পড়ে যাওয়া ও যানবাহনের অভাবে বাগানেই আম পচে যাচ্ছে। করোনাকালীন সময় আম বাজারে তুলতে পারছে না চাষিরা। ফলে ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋন নিয়ে আম চাষ করায় চাষিদের মাথায় হাত পড়েছে।

দক্ষিনাঞ্চলের সবচেয়ে বড় আমের মোকাম হচ্ছে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরে সেখান থেকে ১০ দিন আগেও দেড়শ থেকে দুইশ ট্রাক আম দেশের বিভিন্ন স্থানে বিক্রি হতো। এখন মাত্র ৫০ ট্রাক আমও বিক্রি হচ্ছে না। কোটচাঁদপুরের আড়ৎদার আবুল খায়ের জানান, বর্তমান আমের বাজার খুবই ডাউন। করোনার কারণে আম বাজারজাত ও পরিবহন করা যাচ্ছে না। শনিবার পর্যন্ত সবচেয়ে ভালো আম বিক্রি হয়েছে ১২০০ টাকা মন। আর বেশির ভাগ আম ৪০০ টাকা থেকে ৭০০ টাকা মন বিক্রি হচ্ছে। তিনি বলেন এই দামে আম বিক্রি করে চাষিদের লোকসান গুনতে হচ্ছে। কোটচাঁদপুরের বাজারে যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার আম বিক্রির জন্য নিয়ে আসা হয়। ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজগর আলী জানান, কোটচাঁদপুরে ৭১০ হেক্টর বাগান রছেছে। তিনি জানান, চাষিদের আম পরিবহন সহজতর করার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। কিন্তু করোনার ভয়াল বিস্তার ও নানা বিধি নিষেদের কারণে চাষিরা আম বিক্রি করতে পারছে না। বাইরের ব্যাপারীরা পরিবহন সংকটের কারণে আসতে পারছে না। তাদের জন্য একটা বিহিত করা দরকার বলেও তিনি মনে করেন।

2 responses to “করোনায় কোটচাঁদপুরে আম চাষিদের মাথায় হাত”

  1. … [Trackback]

    […] Read More here to that Topic: doinikdak.com/news/29556 […]

  2. … [Trackback]

    […] Info to that Topic: doinikdak.com/news/29556 […]

Leave a Reply

Your email address will not be published.

x