ঢাকা, সোমবার ২০ মে ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন
রোহিঙ্গাদের শরনার্থী ক্যাম্পে হস্তান্তরের দাবীতে ঈদগাঁওতে মানববন্ধন ও সমাবেশ
স্টাফ রিপোটার,ঈদগাঁও

রোহিঙ্গাদের জন্মনিবন্ধন, এনআইডি কার্ড,পাস পোর্ট বাতিল ও তাদেরকে শরনার্থী ক্যাম্পে হস্তা ন্তরের দাবীতে ঈদগাঁওতে বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।

২৬শে জুন সকাল সাড়ে দশটায় ঈদগাঁও স্টেশন চত্তরে ওয়ার্ড় আ,লীগ সভাপতি, সাবেক মেম্বার বশির আহমদের সভাপতিত্বে ও ছাত্রনেতা কাজী আবদুল্লাহের পরিচালনায় এই মানববন্ধনত্তোর সমাবেশে বক্তব্য রেখেছেন, ইমাম নুর মোহাম্মদ আনসারী, পাইপ মিস্ত্রি নছরত আলী। এই সময়  মানববন্ধনে বিপুল সংখ্যক লোকজনের সমাগম ঘটে। বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে নিয়েই মানব বন্ধনে অংশ নেন সাধারন মানুষ।

বক্তারা বলেন, রোহিঙ্গাদের এনআইডি,জন্মনিব ন্ধনও পাসপোর্ট বাতিল করে তাদেরকে ক্যাম্পে প্রেরন করার জোরদাবী জানান। পাশাপাশি দুনীর্তি দমনে চট্রগ্রামের উপ-সহকারী

পরিচালক মোহা: শরিফ উদ্দিনকে দুদকে বহাল রাখার দাবীও জানানো হয়েছে মানববন্ধনে।

স্থানীয় চেয়ারম্যান নুর ছিদ্দিক জানান,রোহিঙ্গা নাগরিকদের বিরুদ্বে ব্যবস্থা গ্রহন করার জন্য  সরকারের কাছে উদাত্ত আহবান।

2 responses to “রোহিঙ্গাদের শরনার্থী ক্যাম্পে হস্তান্তরের দাবীতে ঈদগাঁওতে মানববন্ধন ও সমাবেশ”

  1. Pretty component of content. I simply stumbled upon your
    weblog and in accession capital to claim that I get
    in fact loved account your blog posts. Any way I will be subscribing to your augment and even I fulfillment you get right of entry to persistently fast.

  2. … [Trackback]

    […] Here you will find 69850 more Information to that Topic: doinikdak.com/news/29478 […]

Leave a Reply

Your email address will not be published.

x