ঢাকা, শনিবার ১০ জুন ২০২৩, ০৩:৫১ পূর্বাহ্ন
কোটচাঁদপুরে চলছে লকডাউন, কঠোর অবস্থানে প্রশাসন
মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় করোনা সংক্রমণরোধে সাত দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে।

মানুষের চলাচল বন্ধে কোটচাঁদপুর শহরের বিভিন্ন সড়ক ও গলির মাথায় বাঁশ দিয়ে বেরিকেড দেওয়া হয়েছে।

এদিকে, জেলা প্রশাসনের নির্দেশনা পালনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়,বুধবার লকডাউনের দ্বিতীয় দিনের শুরুতে শহরে সাধারণ মানুষের উপস্থিতি কম থাকলে ও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি কিছুটা বাড়ছে তবে মানুষের খাদ্য সামগ্রী কেনার জন্য। তবে দোকানপাট,ব‍্যবসা প্রতিষ্ঠা,হোটেল বন্ধ রয়েছে।

কোনো কোনো সড়কে স্বল্প পরিসরে   ইজিবাইক ও রিকশা চলাচল করতে দেখে গেছে, দূরপাল্লার কোনো পরিবহন চলাচল করছে না, কঠোর অবস্থানে রয়েছে কোটচাঁদপুরের প্রশাসন

Leave a Reply

Your email address will not be published.

x