অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায়, বসতবাড়িতে মডেল পুষ্টি বাগান স্থাপন শীর্ষক ২ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নগরকান্দা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালাটি বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী চলবে। এই প্রশিক্ষণ কর্মসূচীতে উপজেলার ৩০ জন কৃষক কৃষাণী অংশ নেন।
২ দিনের প্রশিক্ষণ কর্মশালাটি জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, এ কে এম হাসিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন ইয়ামিন ও উপজেলা কৃষি সম্পসারন কর্মকর্তা উত্তম ভৌমিক পরিচালনা করেন।
পরে উপস্থিত কৃষক কৃষাণী মাঝে বীজ, সার ও কীটনাশক প্রদান করা হয়।