বিভেদ নয়,ঐক্য চাই শ্লোগানেই গঠিত ঈদগাঁও ঐক্য পরিবারের টি-শার্ট বিতরনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
২০ সেপ্টম্বর সন্ধ্যায় ঈদগাঁও স্টেশনে অভিজাত এক কুলিং কর্ণারে সংগঠনের লঘু সম্বলিত টি-শার্ট বিতরন কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ সুচনা ঘটেছে।
এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর হাস পাতালের অর্থোপেডিক্স সার্জন, ঈদগাঁওর কৃতি সন্তান ডা: এস.এম মোস্তফা সরওয়ার সাদেক।
তাকে টি-শার্ট প্রদানের মাধ্যমে বিতরন শুরু হয়।
এতে অংশ নেন- ঈদগাঁও ঐক্য পরিবারের এড মিন এম আবু হেনা সাগর,ইমরান তাওহীদ রানা, সদস্য নুরুল আবছার এবং ইমরুল কায়েস।
উল্লেখ্য, ঐক্য পরিবারের উদ্যােগে ঈদগাঁও উপ জেলা প্রত্যান্ত গ্রামাঞ্চলে মাস্ক বিতরন, অসহায় হতদরিদ্র লোকজনের মাঝে চাল-ডাল বিতরন করা হয়। সেসাথে উপজেলার নানা শ্রেনী পেশার মানুষের মাঝে সু-সম্পর্ক বজায় রেখে যাচ্ছে।
Go to this website to get some 1free gems cooking fever
u3iauds11
Cooking Fever is more fun when you have as many gems as you could ever want.If you like phone games like this you should check out the link above
It is the best time to make some plans for the longer term and it’s time to be happy. I have learn this post and if I could I desire to recommend you few attention-grabbing issues or suggestions. Perhaps you could write subsequent articles referring to this article. I wish to read more things about it!