ঢাকা, শুক্রবার ২৪ জানুয়ারী ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
ঈশ্বরদীতে পালিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকি
হুসাইন মোহাম্মাদ রাফি-ঈশ্বরদী পাবনা

আজ ২৩ জুন  বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী।

করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে  নানা আয়োজনের মধ্যদিয়ে ঈশ্বরদীতে পালিত হচ্ছে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী।

আজ সকাল ৭টায় জাতীয়,দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর  শুভ সূচনা করা হয়। সন্ধ্যায়  কেক কাটার আয়োজন রয়েছে।

উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সকালে শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী  উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা আওয়ামীলীগের  সহ-সভাপতি  মোহাম্মদ রশিদুল্লাহ, গোলাম মোস্তফা চান্না মন্ডল, আকরাম আলী খান, ফরিদুল আলম, প্রকৌশলী করিরুল ইসলাম,  পাবনা জেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া,

জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী,  পৌর আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চু,    উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক জুলমত হোসেন, পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, মহিলা আওয়ামীলীগ নেত্রী পারভীন আক্তার,  উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রাফিক,  উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কবির আলী হিরু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি, সাধারণ সম্পাদক সুমন দাস, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সজিব মালিথা প্রমূখ  নেতৃবৃন্দ।

x