ঢাকা, বুধবার ০৮ মে ২০২৪, ১১:১৪ অপরাহ্ন
আলীকদমে ওমর ফারুক হত্যার প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোটার, ঈদগাঁও

রোয়াংছড়িতে ইমাম নওমুসলিম মোহাম্মদ ওমর ফারুককে হত্যার প্রতিবাদে আলীকদমে মানব বন্ধন করলো পাবর্ত্য চট্রগ্রাম নাগরিক পরিষদ।

২২ জুন বিকেলে আলী কদম প্রেসক্লাব চত্তরে  এ কর্মসুচী সম্পন্ন হয়। বক্তব্য রাখেন- বান্দরবান পাবত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের সভাপতি কাজি মজিবুর রহমান, সাধারন সম্পাদক নাছির উদ্দিন, আলিঙ্গন হাসপাতাল চেয়ারম্যান ডা: মো: ইউসুফ আলী, ছাত্র পরিষদ নেতা মিজানুর রহমান ও সাইফুল ইসলাম ত্রিপুরা।

মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন উপজাতীয় মুসলিম কল্যান সংস্থা, মুসলিম আদর্শ সংঘ ও সবস্তরের জনগন।

বক্তারা বলেন, পাহাড়ের সন্ত্রাসী বাহিনীর হাতে হত্যাকান্ডের শিকার হন ওমর ফারুক। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক ফাঁসির দাবী জানান। হত্যাকান্ড বন্ধ না হলে আন্দোলন কর্মসুচীর কথাও বলেন। নওমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার দাবীও জানানো হয়।

উল্লেখ্য, রোয়াংছড়িতে ১৮ জুন এশার নামাজ শেষ করে ফেরার পথে উপজাতী সন্ত্রাসী সংগঠন (জেএসএস) ব্রাশ ফায়ারে মো: ওমর ফারুককে হত্যা করে। সে ২০১৪ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published.

x