ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন
৯ জন মাদকসেবী রংপুরে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার
হীমেল মিত্র অপু, স্টাফ রিপোর্টার

রংপুরে মাদক বিরোধী পৃথক অভিযানে ৯ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ। (২০ জুন) রবিবার  রংপুর নগরীর কোতয়ালী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো,  রংপুর নগরীর কোতয়ালী থানার সেনপাড়া করনজাই রোড এলাকার দেওয়ান আবু সাঈদ তাইমুর রহমানের ছেলে মোঃ ফজলে রাব্বি (২৮), গুপ্তপাড়ার ওয়াহেদ প্রধানের ছেলে ইফতি প্রধান (২৬), একই এলাকার মোঃ মোছাদ্দের আলীর ছেলে মোঃ আজম (২৯),শফিউল ইসলামের ছেলে মোঃ আরিফুর রহমান (২৭), মোঃ আইয়ুব আলীর ছেলে মোঃ আসিফ ইসলাম (২৫), সেনপাড়া গ্রান্ড হোটেল মোড় এলাকার মোঃ নাইয়ার আজমের ছেলে মোঃ আসিফ আজম (২৬), কামাল কাছনা এলাকার মৃত কুমারেশের পুত্র তন্ময় (২০),গুপ্তপাড়ার মোঃ বাদশা মিয়ার ছেলে মোঃ শাহাদৎ হোসেন (২১) ও আলম নগর খামার চুড়ি পট্টি এলাকার মৃত ফকির চান্দের ছেলে জামাল হোসেন (৫৫)।

পুলিশ সূত্রমতে,গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) এর উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনানের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মোঃ ফারুক আহমেদ এর অপারেশন কর্মপরিকল্পনায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ কোতয়ালী থানাধীন ২৫ নং ওয়ার্ডস্থ শালবন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এবং আলমনগর পীরপুড় সরকারী প্রাথমিক উচ্চ বিদ্যালয় এর বাউন্ডারী প্রাচীর এর ভিতরে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা সেবনের প্রস্তুতিকালে গাঁজা সেবনের সরঞ্জামাদিসহ ০৯ জন মাদকসেবী ১। মোঃ ফজলে রাব্বি ২। ইফতি প্রধান ৩। মোঃ আজম ৪। মোঃ আরিফুর রহমান ৫। মোঃ আসিফ ইসলাম ৬। মোঃ আসিফ আজম ৭। তন্ময় ৮। মোঃ শাহাদৎ হোসেন ও ৯। জামাল হোসেন কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

x