ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন
ঝড়ে ভেঙে পড়ল গাছ, দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেটকার
Reporter Name

নাটোরের গুরুদাসপুরে কালবৈশাখী ঝড়ে চলন্ত প্রাইভেটকারের উপর গাছ ভেঙে পড়েছে। এতে কেউ হতাহত না হলেও দুমড়ে-মুচড়ে গেছে গাড়িটি।

রোববার বিকেলে ওই উপজেলার কামারপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক প্রাইভেটকার ও চালককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

গুরুদাসপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বিকেল ৪টা ১০ মিনিটে এ ঘটনা ঘটেছে। খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্তহলে পৌঁছে প্রাইভেটকার ও চালককে উদ্ধার করেছেন।

তিনি আরো জানান, গাছ ভেঙে পড়ায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলেও অক্ষত আছেন চালক রাশিদুল ইসলাম।

x