ঢাকা, শুক্রবার ১০ মে ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন
মোংলায় প্রধানন্ত্রীর উপহার ৫০টি ঘর পেতে যাচ্ছেন গৃহহীনরা
জাহিদ রানা মোংলা প্রতিনিধি

মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দ্বিতীয় পর্যায়ে মোংলার ভূমিহীন ও গৃহহীন ৫০ পরিবার পেতে যাচ্ছেন ৫০টি ঘর। ১৮ জুন শুক্রবার  উপজেলা নির্বাহি অফিসারের কার্য্যালয়ে উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান। ২০ জুন রবিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকারভোগী পরিবারের কাছে গৃহ হস্তান্তর কার্য্যক্রম ভিডিও কনফারেন্স’র মাধ্যমে উদ্বোধন করবেন ।

উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার প্রেস ব্রিফিংয়ে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর কার্য্যালয়ের অর্থায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে শতভাগ স্বচ্ছতা ও মান বজায় রেখে মেরুন কালারের দৃষ্টিনন্দন ঘরগুলি নির্মান করা হয়েছে। ঘরসহ প্রত্যেক পরিবারকে দুই শতক জমিও প্রদান করা হবে। মোংলা উপজেলার কামারডাঙ্গা মৌজার নারিকেলতলা গ্রামে এজন্য ৫০টি ঘর নির্মান করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ জুন রবিবার সকাল সাড়ে ১০টায় গৃহ হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্স’র মাধ্যমে উদ্বোধন করবেন। ঐদিন সারাদেশে ৫৩ হাজার ৩ শো ৪০ টি ঘর ও জমি উপকারভোগীদের মাঝে হস্তান্তর কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। এর আগে প্রথম দফায় সারা দেশে ৭০ হাজার এবং মোংলায় ৭০টি ঘর প্রদান করা হয়েছিলো। ২০ জুন রবিবার ঘর এবং জমি পেতে যাচ্ছেন এমন খবরে ভূমিহীন এবং গৃহহীন উপকারভোগীদের মাঝে খুশির বন্যা বইছে। উপকারভোগীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

One response to “মোংলায় প্রধানন্ত্রীর উপহার ৫০টি ঘর পেতে যাচ্ছেন গৃহহীনরা”

  1. … [Trackback]

    […] Find More on that Topic: doinikdak.com/news/27032 […]

Leave a Reply

Your email address will not be published.

x