রংপুর বিভাগে করোনাভাইরাস মোকাবিলায় পৌঁছেছে চীনের সিনোফার্মের টিকা। এ টিকা রংপুর বিভাগের ১০৯২০০ জনকে দেওয়া যাবে।
টিকা প্রদান কার্যক্রম শুরু করতে আজ (১৭ জুন)
বৃস্পতিবার রংপুর বিভাগের আট জেলার সিভিল সার্জনের কাছে টিকা পৌঁছে দেওয়া হয়েছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, রংপুর বিভাগের আট জেলার জন্য ১৮৫টি কার্টুনে চীনের সিনোফার্মের টিকা এসেছে স্বাস্থ্য বিভাগের কাছে।
এর মধ্যে পঞ্চগড়ের জন্য ৪৮০০, ঠাকুরগাঁওয়ের ৬০০০, দিনাজপুরের ১০৮০০, কুড়িগ্রামের ৮৪০০, লালমনিরহাটের ৪৮০০, নীলফামারীর ৯৬০০, রংপুরের ৫৭৬০০ ও গাইবান্ধার জন্য ৭২০০ ডোজ রয়েছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম বলেন, মঙ্গলবার (১৫ জুন) পর্যন্ত রংপুর বিভাগের আট জেলায় ৯৮৪৮৮৩ জন করোনার টিকা নিয়েছেন। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫৯৬৯৪৩ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৮৭৯৪০ জন। নিবন্ধনকৃত ব্যক্তিদের টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রাখতে সরকার ও স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।