রংপুরে অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে মাসিক কল্যাণ ভাতার চেক বিতরণ করা হয়। আজ (১৭) জুন বিকেল ৩ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর এর সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও জেলা প্রশাসন, রংপুর এর ব্যবস্থাপনায় এ চেক বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।
আজ ৫১ জন অসচ্ছল সংস্কৃতিসেবীর মাঝে ৭ লাখ ৫৮ হাজার টাকা বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মীগণ সহ অনেকেই উপস্থিত ছিলেন।