মোংলায় চলমান করোনার কঠোর বিধিনিষেধ বৃহস্পতিবার থেকে আরও এক সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। এর আগে তিন দফায় দেয়া বিধিনিষেধের শেষ দিন ছিল বুধবার। সংক্রমণ হার ঊর্ধ্বগতিতে থাকায় আবারও বিধিনিষেধ আরোপ করলো বাগেরহাট জেলা প্রশাসক। এদিকে গত ৪৮ ঘন্টায় মোংলা বন্দরের চার নিরাপর্ত্তা কর্মি ও মোংলা ইপিজেড এর ৫ নিরাপত্তা কর্মির শরিরে করোনা সনাক্ত হয়েছে। গত ১৫ ও ১৬ জুন মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ র্যাপিট এন্টিজেন্ট টেষ্টের মাধ্যমে ৫৩ জনের নমুনা পরিক্ষায় ২৯ জনের শরিরে করোনা সনাক্ত হয়। যা পরিক্ষা বিভেচনায় আক্রান্তের হার শতকরা ৫৫ ভাগ।
বুধবার করোনায় আক্রান্ত বন্দরের নিরাপর্ত্তা কমির্রা হলেন, কামাল হোসেন,ইমান আলী,নাজমুল হোসেন,খবিয়ার রহমান। আর গেল মঙ্গলবার (১৫ জুন) করোনায় আক্রান্ত ইপিজেড এর নিরাপত্তা কমির্রা হলেন,পরিতোষ, সোহেল রানা, মন্টু মন্ডল, অনুপ চন্দ্র সরকার ও সঞ্জয় মন্ডল। এর আগে গত রোববার ইপিজেডের জিনলাইট গার্মেন্টসথর টেকনিশিয়ান জিংয়াও কিন জুয়ানের (৩৩) করোনা শনাক্ত হয়। বৃহৎ দুটি প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মিদের করানা সনাক্ত হওয়ায়র ফলে করোনা সংক্রমণ ঝুঁকিতে পড়েছে পুরো ইপিজেড ও বন্দরে এ কর্মরতরা।
এর আগে হঠাৎ করে করোনা পরিস্থিতি অবনতি হলে গত ৩০ মে থেকে তিন দফায় কঠোর বিধিনিষেধ জারি করে প্রশাসন।