ঢাকা, বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথম সেঞ্চুরি করলেন মিজানুর
অনলাইন ডেস্ক

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম পর্বের এতোগুলো ম্যাচ হয়ে গেলেও সেঞ্চুরির দেখা পাচ্ছিল না কেউ।

অবশেষে সেই তিন অংকের ম্যাজিক ফিগারের দেখার সুযোগ করে দিলেন ব্রাদার্স ইউনিয়নের ডানহাতি ওপেনার মিজানুর রহমান।

বৃহস্পতিবার সাভারের বিকেএসপির ৪ নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মুখোমুখি হয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

শেষ রাউন্ডের এই ম্যাচে শেখ জামাল ধানমন্ডির বোলারদের তুলোধোনা করেছেন ব্রাদার্সের ওপোনার ও অধিনায়ক মিজানুর রহমান।

মাত্র ৬৫ বলে ১৩ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১০০ রান স্পর্শ করেছেন তিনি। স্ট্রাইকরেট ১৬১.০১!

এবারের ডিপিএলে মুশফিক, সাকিবদের ছাপিয়ে গেলেন মিজানুর। টুর্নামেন্টে সর্বপ্রথম সেঞ্চুরির মালিক হলেন তিনি।

মিজানুরের অনবদ্য ব্যাটিংয়ে ১৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১২৪ রান জমা করেছে ব্রাদার্স।

x