ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

দীর্ঘ আড়াই বছর পর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতির নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা বুধবার (১৬ জুন) জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদককে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মো. আবু জাহির।

২০১৯ সালের ১১ ডিসেম্বর সম্মেলন শেষে আবু জাহির এমপিকে সভাপতি ও মো. আলমগীর চৌধুরীকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছিল। কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দীর্ঘ আড়াই বছর পর বুধবার রাতে ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

x