রংপুর নগরীর মদন মোহন ঠাকুরবাড়ী( আখরা) পালপাড়া সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী জামাই ষষ্ঠী পূজা আজ (১৬ জুন) সকাল ১০ টার সময় পালিত হয়।
অতীত হতে বর্তমান সময় থেকে চলে আসছে এই জামাই ষষ্ঠী পূজা। সারা দেশের ন্যায় জামাই-ষষ্ঠী পূজা পালন করছে রংপুর নগরীর হিন্দু ধর্মলম্বীরা। নগরীর কয়েকটি ওয়ার্ডে জামাই ষষ্ঠী পূজা উদযাপিত হয়।
সকালে ষষ্ঠী পূজা শুরু হয় নগরীর পালপাড়া মদন মোহন ঠাকুর বাড়ি (আখড়া) মন্দির।
১ ঘন্টা ব্যাপী জামাই শষ্ঠি পূজার কার্যক্রম চলে। এই পূজা বিভিন্ন মৌসুমি ফল ও ফুল দিয়ে করা এবং বটগাছ ও পাইকড় গাছের নিচে পূজা করা হয়।
অতঃপর পূজা সকল শাশুড়ীদ্বয় জামাইদের কে বরণ করে ভালো মন্দ খাবার ও নতুন কাপড় দিয়ে তাদের বরণ করা হয়।
এ সময় মায়েরা শুধু নিরামিশ খায়। পূজা উদযাপনের কয়েক জন আয়োজকরা জানান,
গ্রাম ও শহরের সকল হিন্দু সম্প্রদায় শুভ জামাই ষষ্ঠীর দিন মা ষষ্ঠী দেবীকে আরাধনা করে ও জামাই সহ মেয়েকে নিমন্ত্রণ দেয়। ষষ্ঠীর দিন মন্দিরে মন্দিরে পূজো দেওয়া হয়। জামাই সহ মেয়ে কে নতুন জামা কাপড় প্রদান সহ সুখে শান্তিতে থাকার প্রত্যয়ে আশির্বাদ করে। যাদের পরিবারের জামাই ও মেয়ে বিদেশে থাকলে এমতাবস্হায় শ্বশুর শাশুড়ী আশির্বাদ পৌছিয়ে দেন জামাই ও মেয়েকে।