ঢাকা, শুক্রবার ১০ মে ২০২৪, ১২:৪১ অপরাহ্ন
সুন্দরবনের অজগর সাপ উদ্ধার
এস এম রাজ, বাগেরহাট প্রতিনিধি

খাদ্যের সন্ধানে লোকালয়ে আসা সুন্দরবনের ৮ফুট লম্বা একটি অগজর উদ্ধার করেছে বন বিভাগের সদস্যরা।
মঙ্গলবার (১৫ জুন) সকালে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের গোরাবুরবুড়িয়া গ্রামের বিধান হালদারের বসত বাড়ীর হাঁসের খোপ থেকে অজগরটি উদ্ধার করে বন বিভাগের সদস্যরা। এর আগে হাঁসের খোপের মধ্যে অজগার দেখতে পেয়ে বনবিভাগে খবর দেয় বাড়ীর মালিকসহ স্থানীয়রা।

খবর পেয়ে বনবিভাগের সদস্যরা অজগরটিকে উদ্ধার করে। উদ্ধার করা অজগরটির ওজন প্রায় ৬ কেজি ও ৮ফুট লম্বা । পরে দুপুরে সুন্দরবনের কাটাখালী ফঁড়ি সংলগ্ন গহিন বনে সাপটি অবমুক্ত করা হয়।

সুন্দরবন চাঁদপাই রেঞ্জের কাটাখালী ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেগনাথ সরকার বলেন, খাদ্যের সন্ধানে লোকালয়ে আসা সুন্দরবনের একটি অগজর উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বনবিভাগের কর্মীরা উপজেলার সুন্দরবন ইউনিয়নের গোরাবুরবুড়িয়া গ্রামের বসত বাড়ীর হাঁসের খোপ থেকে সাপটি উদ্ধার করে।

One response to “সুন্দরবনের অজগর সাপ উদ্ধার”

  1. … [Trackback]

    […] Here you will find 11017 additional Info on that Topic: doinikdak.com/news/25723 […]

Leave a Reply

Your email address will not be published.

x