সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে সিলেট মহানগর আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রয়াত এই নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলীর পাশাপাশি, ফাতেহা পাঠ ও জিয়ারত করেন।
বছরের এইদিনে ভোর রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুবার্ষিকীতে আজ মঙ্গলবার সকালে সিলেট মহানগর আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রয়াত এই নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলীর পাশাপাশি, ফাতেহা পাঠ ও জিয়ারত করেন। এছাড়া তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মৃতিচারণ, মিলাদ মাহফিল ও গরিবদের মাঝে খাবার বিতরণসহ নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া, সিলেটের জনপ্রিয় এই নেতার মৃত্যুবার্ষিকীতে সোমবার বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।