ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
প্রয়াত মেয়র কামরানের কবরে সিলেটের বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে সিলেট মহানগর আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রয়াত এই নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলীর পাশাপাশি, ফাতেহা পাঠ ও জিয়ারত করেন।

বছরের এইদিনে ভোর রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুবার্ষিকীতে আজ মঙ্গলবার সকালে সিলেট মহানগর আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রয়াত এই নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলীর পাশাপাশি, ফাতেহা পাঠ ও জিয়ারত করেন। এছাড়া তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মৃতিচারণ, মিলাদ মাহফিল ও গরিবদের মাঝে খাবার বিতরণসহ নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া, সিলেটের জনপ্রিয় এই নেতার মৃত্যুবার্ষিকীতে সোমবার বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *