টাঙ্গাইলে বেড়ে চলছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।মঙ্গলবার (১৫ জুন) সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৬ জন, কালিহাতীতে ১২ জন, দেলদুয়ারে ছয়জন, মির্জাপুরে চারজন, সখিপুরে তিনজন, নাগরপুরে একজন, ঘাটাইলে একজন, মধুপুরে একজন ও ধনবাড়িতে একজন রয়েছেন।
সিভিল সার্জন বলেন, জেলায় এখন পর্যন্ত ৫ হাজার ৬১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৯৫ জন।
এদিকে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জেলার টাঙ্গাইল সদর, কালিহাতী ও মির্জাপুরে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটি। সোমবার (১৪ জুন) বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে এ সিদ্ধান্ত নেয়া হয়।


… [Trackback]
[…] Information on that Topic: doinikdak.com/news/25636 […]
… [Trackback]
[…] Here you can find 88880 more Information to that Topic: doinikdak.com/news/25636 […]