ঢাকা, বুধবার ০৮ মে ২০২৪, ০২:০১ অপরাহ্ন
দিনাজপুরে কঠোর লকডাউন বা বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার বেড়ে যাওয়ায় দিনাজপুর সদর উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। এ কারণে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. ফজলুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়,  দিনাজপুর সদর উপজেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ও মৃত্যুহার আশঙ্কাজনকভাবে বেড়েছে। জেলা করোনা ভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তের আলোকে দিনাজপুর সদর উপজেলায় ১৫ থেকে ২১ জুন পর্যন্ত সর্বাত্মক লকডাউন (বিধিনিষেধ) আরোপ করা হয়েছে। ফলে লকডাউন ঘোষিত এলাকার মধ্যে সব ধরনের পরিবহন/গণপরিবহন বন্ধ থাকবে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা লকডাউন চলাকালীন পর্যন্ত স্থগিত করা হলো।

লকডাউনের সময়সীমা শেষ হওয়ার পর পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী অবশিষ্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষা পরবর্তীতে জানানো হবে।

One response to “দিনাজপুরে কঠোর লকডাউন বা বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে”

  1. … [Trackback]

    […] Here you will find 85903 more Information to that Topic: doinikdak.com/news/25557 […]

Leave a Reply

Your email address will not be published.

x