ঢাকা, শুক্রবার ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন
বেরোবির নতুন ভিসির দায়িত্ব গ্রহণ
হীমেল মিত্র অপু, স্টাফ রিপোর্টার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. হাসিবুর রশীদের দায়িত্ব গ্রহণ। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের নানা সমস্যা সমাধানেরও আশ্বাস দেন। আজ (১৪ জুন) সোমবার বেলা ১১টার সময় উপাচার্য দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রতিশ্রতি দেন।

উপাচার্য বলেন, আমি শিক্ষার্থীদের সেশনজট কমানোর জন্য কাজ করব। একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হলে তা নেওয়া হবে। ভিসি বলেন, রোববার (১৩ জুন) বেরোবির ঢাকার লিয়াজোঁ অফিস গিয়েছিলাম। সেখানে গিয়ে সেই অফিস পুরোপুরি বন্ধ ঘোষণা করেছি। এখন থেকে মিটিং বিশ্ববিদ্যালয়ে হবে।

তিনি আরোও বলেন, বিশ্ববিদ্যায়ের অভ্যন্তরীণ যে সমস্যাগুলো আছে সবার আগে তার সমাধান করতে হবে। কিন্তু খুব শিগগিরই এ সমস্যাগুলোর সমাধান করা যাবে না। কারণ এগুলো একদিনে তৈরি হয়নি। শিক্ষকদের সঙ্গে আলাপ করে সবাইকে নিয়ে এ সমস্যাগুলো নিরসনের চেষ্টা করবো। এছাড়া গত ১০ বছরে যে সেশনজট তৈরি হয়েছে তা দূর করারও আশ্বাস দেন ড ,হাসিবুর রশীদ।

বিশ্ববিদ্যালয়ের অতীতের অনিয়ম-দুর্নীতির কোনো প্রমাণ পেয়ে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি। এর আগে সকালে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান হাসিবুর রশীদ। পরে বিশ্ববিদ্যালয়ে এসে দাফতরিক কার্যক্রম শুরু করেন তিনি। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর শেষ কর্মদিবস ছিল ১৩ জুন। তার স্থলে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ও বেরোবির বর্তমান ট্রেজারার ড. হাসিবুর রশীদ।

x