ঢাকা, সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
শাহজালাল বিমানবন্দরে ফেলে যাওয়া সেই শিশুর মায়ের পরিচয় মিলেছে
Reporter Name

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ মাসের এক কন্যাশিশুকে ফেলে যাওয়া সেই মায়ের পরিচয় মিলেছে।
জানা গেছে, ৮ মাসের মেয়ে শিশুকে ফেলে পালিয়ে যাওয়া সেই সৌদি প্রবাসী মায়ের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনী ওই মায়ের অবস্থানও নিশ্চিত হয়েছে।

তবে যেহেতু তিনি নিজে থেকে শিশুটিকে ফেলে গেছেন এবং স্ব-ইচ্ছায় শিশুটিকে নিতে যোগাযোগ করেননি এজন্য তাকে খুঁজে বের করা হচ্ছে না। আইনশৃঙ্খলাবাহিনী বলে, যদি ‍ওই মা নিজের থেকে বাচ্চাটিকে ফেরত নিতে আগ্রহী হন সে বিষয়টিকেই প্রাধান্য দেয়া হবে।
অন্যদিকে, বাচ্চাটিকে দত্তক নিতে নিয়ম মেনে যোগাযোগ করছে অনেকেই।

জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু ওয়ার্ডে ওই শিশুটিকে সুস্থ করে তুলতে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
ঢামেক কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটি শারীরিক অবস্থা ভালো আছে।
তাকে আজিমপুর শিশু নিবাসে পাঠানো হবে।

x