ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
আইপিএল খেলতে যাচ্ছেন মোস্তাফিজ
Reporter Name

রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলতে বিকেলে ভারতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ড সফর শেষে দলের সঙ্গে রোববারই দেশে ফিরেছেন বাঁহাতি পেসার। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের ফ্লাইট ধরবেন কাটার মাস্টার।

বাংলাদেশ দলের ক্রিকেটাররা নিজ নিজ ঘরে ফিরলেও বিমানবন্দরে থেকে গেছেন মোস্তাফিজ। সেখান থেকে ভারতের ফ্লাইটে উঠবেন। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেটারদের বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।

করোনা প্রটোকলের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নিয়েছেন মোস্তাফিজ। নিউজিল্যান্ড থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশে এসেছেন। বিমানবন্দর থেকে বের হলে ফের করোনা পরীক্ষার প্রয়োজন হবে। সে কারণে কোনো ধরনের ঝামেলায় না গিয়ে বিমানবন্দর থেকেই বিকেলে ভারতে যাবেন।

৯ এপ্রিল শুরু হবে আইপিএলের ১৪তম আসর। এবার সাকিব আল হাসানের পাশাপাশি বাংলাদেশের দ্বিতীয় প্রতিনিধি হিসেবে আইপিএলে খেলবেন ফিজ। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে ভারতে গিয়ে কোয়ারেন্টাইনে আছেন সাকিব।নিউজ সোর্সঃ আইপিএল খেলতে যাচ্ছেন মোস্তাফিজ

x