ঢাকা, শনিবার ১১ মে ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন
গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে আরও ১০২ জনের করোনা শনাক্ত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১০২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ২২৭টি নমুনা পরীক্ষায় ১০২ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

জেলায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৪৪ শতাংশ। যা গতদিনের তুলনায় ৬ শতাংশ কম। জেলার সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলা উপজেলাতে ৪৪টি নমুনা পরীক্ষায় ২৪ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। সেখানে সংক্রমণের হার প্রায় ৫৫ শতাংশ। (রোববার ভোর ছয়টা থেকে সোমবার ভোর ছয়টা পর্যন্ত)।

এই নিয়ে বাগেরহাট জেলায় করোনাভাইরাসে সংক্রমণে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই হাজার ২০৯ জন।

এর মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৫৪৯ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৭ জন বলে জানিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়।

এদিকে, জেলার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মোংলা উপজেলায় প্রশাসনের আরোপ করা কঠোর বিধিনিষেধ ঢিলেঢালাভাবে চলছে। স্বাস্থ্যবিধি মানার বালাই নেই স্থানীয়দের। তারা নানা অজুহাতে বাইরে ঘোরাফেরা করছে।  আগামী ১৬ জুন পর্যন্ত এই কঠোর  বিধিনিষেধ চলবে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় সংগ্রহ করা ২২৭টি নমুনা পরীক্ষায় ১০২ জনের করোনা পজিটিভ এসেছে। জেলায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৪৪ শতাংশ। যা গত ২৪ ঘণ্টার তুলনায় ৬ শতাংশ কম।

সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলা উপজেলাতে গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৪৪টির মধ্যে ২৪টি পজিটিভ এসেছে। মোংলায় সংক্রমণের হার ৫৫ শতাংশ। সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published.

x