ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
দুর্দান্ত শুরুর পরও বাংলাদেশ মেয়েরা তুলেছে ১৯৬ রান
Reporter Name

চারের ওপর রান রেট ধরে রেখে ৭৮ রানের ওপেনিং জুটি। সিলেটে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ নারী ইমার্জিং দল পেয়েছিল দুর্দান্ত শুরু। তারপরও সাউথ আফ্রিকার মেয়েদের বিপক্ষে বড় সংগ্রহ গড়তে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল।

৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা তুলেছে ১৯৬ রান। অথচ শুরুটা যেমন হয়েছিল তাতে অনায়াসেই দুইশ পেরোনোর কথা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ফারজানা হক পিংকি শেষ পর্যন্ত না টিকে থাকলে মাঝারি পুঁজিও পায় না বাংলাদেশ। এ ব্যাটার ৭২ রানে অপরাজিত থাকেন। ১০২ বলের লড়াকু ইনিংসে চারের মার পাঁচটি।

মুর্শিদা খাতুন ও শামীমা সুলতানা বাংলাদেশকে এনে দেন উড়ন্ত সূচনা। শামীমা ৩৪ করে রান আউট হলে ভাঙে ৭৮ রানের জুটিটি। এ ডানহাতির ৪৫ বলের ইনিংসে চারের মার ছিল পাঁচটি।

অধিনায়ক নিগার তিনে ব্যাট করতে নেমে ফিরে যান মাত্র ২ রান করে। আরেক বাঁহাতি ওপেনার মুর্শিদা ফিরে যান পরের ওভারেই। ২ রানের ব্যবধানে তিন উইকেট হারায় বাংলাদেশ।

মুর্শিদা ৩৬ রান করেন ৬৫ বল খেলে। এ বাঁহাতির ইনিংসে বাউন্ডারি চারটি।

দ্রুত উইকেট হারাতে দলের হয়ে প্রতিরোধ করেন ফারজানা। রুমানা আহমেদ (১৩) ও রিতু মনির (১১) সঙ্গে ছোট ছোট জুটি গড়ে দলকে নিয়ে যান লড়াকু পুঁজির দিকে। নিজেও পেয়ে যান দারুণ এক ফিফটির দেখা।

প্রোটিয়া অফস্পিনার জেন উইনস্টার নেন তিন উইকেট। ৯ ওভার বোলিং করে দেন ৩২ রান।

 

x