ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ০৫:০৫ অপরাহ্ন
কুষ্টিয়া পৌর এলাকায় ৭ দিনের কঠোর লকডাউন বা বিধিনিষেধ আরোপ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

কুষ্টিয়ায় করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় পৌরসভা এলাকায় ৭ দিনের কঠোর লকডাউন বা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

শুক্রবার (১১ জুন) পর্যন্ত জেলায় করোনা সংক্রমণের হার ছিল ২৯ দশমিক ৭৫ শতাংশ। এদিন জেলায় ২০৫ জনের নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ১২৭ জন। এর মধ্যে সদরের ৩৫ জন রয়েছেন। আক্রান্তের ক্ষেত্রেও অধিকাংশ রোগী কুষ্টিয়া শহর কেন্দ্রিক।

এদিকে শুক্রবার (১১ জুন) রাত সাড়ে ৮ টায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম করোনাভাইরাসের বিস্তার রোধে শহরের পৌরসভা এলাকায় ৭ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির বৃহস্পতিবার (১০ জুন) অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক ১১ জুন মধ্যরাত হতে আগামী ১৮ জুন পর্যন্ত অধিক সংক্রমিত এলাকা বিবেচনায় পৌরসভাধীন এলাকায় সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, দোকান, রেস্টুরেন্ট বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান সকাল ৮টা হতে দুপুর ২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে।

Leave a Reply

Your email address will not be published.

x