ঢাকা, বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ০৮:০০ অপরাহ্ন
কুষ্টিয়ায় করোনা ইউনিটে ৬ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

কুষ্টিয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৬ জন মারা গেছেন।

সোমবার (২৩ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবদুল মোমেন।

জানা গেছে, কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৯৯টি নমুনা পরীক্ষায় ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫.৫৬ শতাংশ। নতুন শনাক্তের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৪০ জন, কুমারখালীর ৮ জন, দৌলতপুরের ১৩ জন, ভেড়ামারার ১৩ জন, মিরপুরের ২৬ জন এবং খোকসার ২ জন রয়েছেন।

জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৭ হাজার ৩০৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৮৫৯ জন। এখন পর্যন্ত করোনায় ও উপসর্গ নিয়ে জেলায় ৭০০ জন মারা গেছেন।

তত্বাবধায়ক ডা. আবদুল মোমেন জানান, করোনা ও উপসর্গ নিয়ে সোমবার (২৩ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত ১৩৩ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের করোনায় ১০১ জন ও উপসর্গে নিয়ে ভর্তি রয়েছেন ৩২ জন। তবে অধিকাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, এক সপ্তাহে কুষ্টিয়ায় করোনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ১৭ হাজার ৩শ ৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৮শ ৫৯ জন।

One response to “কুষ্টিয়ায় করোনা ইউনিটে ৬ জনের মৃত্যু”

  1. I always used to study piece of writing in news papers but now as I am a user of net so from now I am
    using net for content, thanks to web.

Leave a Reply

Your email address will not be published.

x