ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৯.৭৯ শতাংশ
নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৮৮টি নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৭৯ শতাংশ।

‘গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়’ উল্লেখ করে করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম বলেন, ‘একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ১৯৬ জন।

তিনি আরও বলেন, ‘করোনায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।’

আশরাফুল ইসলাম জানান, বর্তমানে হাসপাতালে ১৯৫ জন ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৩৩৫ জন।

x