ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ০৮:০৮ অপরাহ্ন
কুষ্টিয়া করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও এর উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জন করোনা ও একজনের করোনার উপসর্গ ছিল।

শনিবার (৭ আগস্ট) সকাল ৮টা থেকে আজ রোববার (৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে।

এছাড়াও ৪৯৯ জনের নমুনা পরীক্ষা করে আরও ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার কমে ২২.৪৮ শতাংশ হয়েছে। এই সময়ে আরও ১৭৩ জন সুস্থ হয়েছেন।

এসব তথ্য নিশ্চিত করে তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন জানান, করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালের ২শ’ বেডে বর্তমানে ভর্তি আছে ২২৬ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ১৭৪ জন। বাকীদের উপসর্গ আছে। ৭০ শতাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৫৯ জনের মৃত্যু হয়েছে, আর আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৯৮ জন। এ পর্যন্ত করোনায় মোট ৬২৯ জনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ১৫ হাজার ৮০৮ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ১৫২ জন।

Leave a Reply

Your email address will not be published.

x