ঢাকা, বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০২ অপরাহ্ন
যুবনেতার উদ্যোগে রংপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক লক্ষীন দাসের জন্মদিন অনুষ্ঠিত
হীমেল মিত্র অপু, স্টাফ রিপোর্টার

৯০ দশকের সৈরাচার বিরোধী  আন্দোলনের কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগ রংপুর জেলা শাখার  যুগ্ম আহ্বায়ক ও বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন রংপুর জেলা শাখার সন্ত্রাস বিরোধী সম্পাদক, লক্ষীন চন্দ্র দাসের (৫০) তম জন্মদিনে যুবনেতার উদ্যোগে ও রংপুর জেলা যুবলীগের নেতাগণের উপস্থিতে  আজ (১১ জুন) শুক্রবার রাত ৮.৩০ মিনিটে রংপুর আরএমসি মার্কেটের ৬ তলায় ফুলের শুভেচ্ছা জানিয়ে কেক কাটার অনুষ্ঠান সম্পন্ন হয়।

উক্ত জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর কমার্স অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিচালক ও এএফ বিসিসিআই  সদস্য এবং রংপুর জেলা যুবলীগের সদস্য ডিজেল আহমেদ,

জাহেদুল ইসলাম বাবু।

যুবলীগ নেতা সেলিম রেজা।

যুবনেতা,মোস্তাফিজুর রহমান মিলন, ওয়াদুদ আলী

হীমেল মিত্র অপু

রিজু আহমেদ

তাওহীদুল ইসলাম তাওহীদ

আরিফ আহমেদ

নজরুল ইসলাম লিমন

শাহারিয়ার সাব্বির

দূর্জয় রায়

রেজোয়ান চৌধুরী।

মানবতায় মানুষ, রংপুর এর সাধারণ সম্পাদক, অলোক নাথ,নয়ন মোহন্ত সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ।

Leave a Reply

Your email address will not be published.

x