পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের আলাপ থামিয়ে দিয়েছেন নেইমার। কারণ সেই পুরনো স্বপ্ন, ফের বার্সেলোনায় ফিরবেন। লিওনেল মেসির ন্যু ক্যাম্পে থেকে যাওয়ার আভাস দেয়া সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার একদিনের মাথায় নেইমারকে ঘিরে এমন খবর জানাচ্ছে মার্কা।
নেইমার আশা করছেন মেসি বার্সায় থেকে যাবেন। প্রিয় বন্ধুর সাথে ফের জুটি বাধার আশার পালে তাতে হাওয়া লেগেছে ব্রাজিল তারকার। আসছে জুনে আঁতুড়ঘর বার্সার সাথে মেসির চুক্তি শেষ হয়ে যাচ্ছে। গত মৌসুমে রাগে-ক্ষোভে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে পরে আরেক মৌসুম থেকে গেলেও চুক্তি নবায়নের বিষয়ে এখনও মুখে কুলুপ আর্জেন্টাইন মহাতারকার।
নতুন সভাপতি হুয়ান লাপোর্তা মেসিকে বার্সায় রেখে দিতে পারবেন, এমন আশা সকলের। ক্লাবের সর্বকালের সেরা খেলোয়াড়টির সঙ্গে কর্তাদের বরফ গলা অধ্যায় শুরু হয়েছে বলেও স্প্যানিশ গণমাধ্যমে খবর। সেটিতে চোখ রাখছেন নেইমার। মেসি কী করেন তা দেখেই নিজের গন্তব্য বাছবেন তিনি। তাই আটকে দিয়েছেন পিএসজির চুক্তি নবায়নের আলোচনা।
২৯ বছর বয়সী নেইমার তিন বছর আগে বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়ার পর একাধিকবার তার ন্যু ক্যাম্পে ফেরার গুঞ্জন উঠেছে। মেসির সাথে ফের জুটি বাধতে চান, সেটি গোপন রাখেননি কখনও। মেসিও তাকে ফেরত পেতে চান, গোপন নয় সেটিও। জোর চেষ্টা চালিয়ে বার্সা পেরে ওঠেনি পিএসজির সাথে। বেড়েছে অপেক্ষা।
চুক্তি নবায়ন বা আলোচনা আটকে দেয়ার খবরের মাঝে নেইমারের মাঠে ফেরা অবশ্য সুখকর হয়নি। লাল কার্ড দেখেছেন, সঙ্গে পিএসজি হেরে টেবিলের দুইয়ে নেমে গেছে।
চোট কাটিয়ে দুমাস পর প্রথমবার শুরুর একাদশে খেলতে নেমে ফ্রেঞ্চ টেবিলের শীর্ষে থাকা লিলের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে শেষ মুহূর্তে লাল কার্ড টেনে এনেছেন ব্রাজিলিয়ান তারকা। গত একবছরে তৃতীয় লাল তার!