রংপুর নগরীর শালবন উচ্চ বালিকা বিদ্যালয়ে মানবতায় মানুষ রংপুর, সামাজিক সংগঠনের উপদেষ্টা সাবেক কমিশনার ইকবাল শহিদুল আখতারের উদ্যোগে আজ (১০ জুন) বৃহস্পতিবার বিকেল ৪ টার সময় শালবন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা,মানবতায় মানুষ রংপুর সংগঠনের সদস্য বৃন্দ ও এলাকাবাসীর সমন্বয়ে সিটি কর্পোরেশনের মেয়রের সাথে মতবিনময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ইকবাল শহিদুল আখতার ফিরোজ বিদ্যালয়ের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন।
১,শ্রেণীকক্ষ সংস্কার,২,এসেম্বলির খোলা মাঠ,৩,কম্পিউটার ৪,মূল ফটক।
মতবিনিময় সভায় রংপুর কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা অতিদ্রুত স্কুলের সমুহ সমস্যা সমাধানের জন্য আশ্বস্ত ব্যাক্ত করেন।
সেইসাথে শিক্ষক/ শিক্ষীকাগণ বিদ্যালয়ের মান উন্নয়নের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুন্নবী ফুলু,
ডি এম কামরুল ইসলাম, মকসুদার রহমান, মফিজুল ইসলাম,ঠান্ডু,রিপন,সাজ্জাদ হোসেন,দেবেন্দু বসু রায়,দানিশ আহম্মেদ, নয়ন কুমার মোহন্ত সহ বিভিন্ন শিক্ষক/শিক্ষিকা বৃন্দগণ।