ঢাকা, মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন
টাঙ্গাইলের কালিহাতীতে বেকার নারীদের মাঝে ৬৬টি সেলাই মেশিন বিতরণ
মোঃ শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি’র)  অর্থায়নে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী ৬৬ জন কর্মক্ষয় বেকার নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পাড়ভীন প্রমুখ।

x