১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে রংপুর মেট্রোপলিটন এলাকায় বসবাসরত কিংবদন্তী ২২ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ যুদ্ধগাঁথা, যুদ্ধের বর্ণনা ও ইতিহাস নিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে “মুক্তিযুদ্ধের স্মৃতিকথা” নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
আজ (৯ জুন) বুধবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূইয়া।
এসময় বক্তারা বলেন আগামী ১০ থেকে ১৫ বছর পর বাংলাদেশের কোন মুক্তিযুদ্ধের কে পাওয়া যাবে না। কারণ তারা হয়তো বা জীবিত থাকবে না। এ কারণেই রংপুর মেট্রোপলিটন পুলিশের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও ভিডিও ধারণ করে রেখে দেয়া একটি ইতিবাচক মনে করেন তারা।
আগামী প্রজন্মেও কাছে মুক্তিযুদ্ধের সঠিক উতিহাস তুলে ধরতে মুক্তিযুদ্ধে দেশের পুলিশ বাহিনীর বীরত্বগাথা ইতিহাস সংরক্ষনের এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান, মেট্রো পুলিশ কমিশনার।
মুক্তিযুদ্ধকালীন নানা স্মৃতিকথা এবং পাকিস্থানী হানাদার বাহিনির বিরুদ্ধে সম্মুখ যুদ্ধের ইতিহাস তুলে ধরে স্মৃতিচারণ করেন কিংবদন্তী মুক্তিযোদ্ধারা। পরে “মুক্তিযুদ্ধের স্মৃতিকথা” নামক বইটির মোড়ক উন্মোচন করেন উপস্থিত অতিথিবৃন্দ।
এসময় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আব্দুল আলীম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবলু, পুলিশ সুপার,বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম, রংপুর প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন, ২২ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধা (যাদের বক্তব্যে সমৃদ্ধ হয়েছে বইটি) ও রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মেহেদুল করিম পিপিএম-সেবা, সকল উপ-পুলিশ কমিশনার, অতিঃউপ-পুলিশ কমিশনার, সহকারী উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) এবং অন্যান্য পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পুলিশ সপ্তাহ ২০২০ উদ্যাপন উপলক্ষ্যে ৯ জানুয়ারি মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাগণের সাথে আইজিপির সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ বিপিএম বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ যুদ্ধগাঁথা, যুদ্ধকালীন কর্মকান্ড, স্মৃতিসমূহ ও ইতিহাস সংগ্রহপূর্বক বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ যাদুঘরে সংরক্ষণের প্রস্তাব করেন।
আইজিপি প্রস্তাবটি লিখিতভাবে প্রেরণের নির্দেশ প্রদান করলে পরবর্তীতে পুলিশ কমিশনার মহোদয় রংপুর মেট্রোপলিটন পুলিশের স্মারক নং- ১৬০ (স:দ:)গত ২০২০ সালে পুলিশ হেডকোয়ার্টারে বর্ণিত প্রস্তাব প্রেরণ করেন।