ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
তারাগঞ্জে ব্রাক অফিস থেকে নারীর লাশ উদ্ধার
হীমেল মিত্র অপু স্টাফ রিপোর্টার
আদালতের নির্দেশে ৪ মাস পর পাইকগাছায় কবর থেকে এক গৃহবধুর লাশ উত্তোলন

রংপুরের তারাগঞ্জে ব্র্যাকের দামোদরপুর শাখা অফিস থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।

উদ্ধারকৃত মরদেহ দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দৌলতপুর গ্রামের তৈয়ব আলীর মেয়ে হাফিজা বেগম (৩২) এর বলে জানা গেছে।

তারাগঞ্জ থানা সূত্রে জানা গেছে, হাফিজা বেগম ওই ব্র্যাক অফিসের কর্মী নূর আলমের স্ত্রী। ২০১০ সালে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার বড় পরমেশ্বরপুর গ্রামের মৃত হাফিজার উদ্দিনের পুত্র নূর আলমের সঙ্গে বিয়ে হয় তার। এর আগে ২০১৪ সালে তাদের একমাত্র সন্তান নাহিদ শাহরিয়ার হিমেল মাত্র সাড়ে ৮ মাস বয়সে মারা যায়। সন্তানের মৃত্যুর পর থেকে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন ওই নারী।

আজ (৯ জুন) বুধবার সকাল আনুমানিক সাড়ে ৯টার সময়  ভাড়া বাসা থেকে স্বামীকে খুঁজতে তার কর্মরত অফিসে আসলে সেখানে কাউকে না পেয়ে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে তারাগঞ্জ থানা পুলিশ।

তারাগঞ্জ থানার ওসি ফারুক আহমেদ বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসে লাশের সুরৎহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে আসল ঘটনা জানা যাবে। তবে এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

x