উত্তরবঙ্গ কুড়িগ্রাম জাদুঘরের নিজস্ব ভবনের নির্মাণকাজ আজ (৯ জুন) শুরু হতে যাচ্ছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত দুই কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ২০ শতাংশ জমিতে চারতলা ভবন নির্মাণ হবে। আজ (৯ জুন) বুধবার বিকাল ৩টার সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
কুড়িগ্রাম নতুন শহর নাজিরা ব্যাপারি পাড়ায় নিজ বাড়িতে জাদুঘরটি প্রতিষ্ঠা করেছিলেন আইনজীবী এস এম আব্রাহাম লিংকন। দ্বিতল বাসভবনের বসার ঘর, খাবার ঘর, সেরেস্তা ঘর, শোবার ঘরেও সাজিয়ে রাখা হয়েছে স্থানীয় ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের স্মারকের দুই হাজারের বেশি প্রামাণ্য দলিল ও নানা উপকরণ দিয়ে। জাদুঘরটি দেখতে বিভিন্ন পেশার মানুষ সেখানে যান ও ঘুরে ফিরে দেখেন। উচ্চপদস্থ কর্মকর্তাসহ দেশের অনেক গুণী ব্যক্তিত্ব জনেরা আসেন জাদুঘরটি দেখতে। মুক্তিযুদ্ধের গবেষণায় মাঠপর্যায়ে আব্রাহাম লিংকন কাজ করতে গিয়ে বিভিন্ন দুর্লভ স্মারক সংগ্রহ করেন। সেগুলো নিয়ে নিজের বাড়িতে একক প্রচেষ্টায় গড়ে তুলেছিলেন জাদুঘরটি এবং ২০১২ সালের ১২ এপ্রিল যাত্রা শুরু হয়েছিল । দীর্ঘ ৯ বছর পর জাদুঘরটি নিজস্ব ঠিকানায়
প্রতিষ্ঠাতা নিজেই জমিটি দান করেছেন। ঢাকার ‘নকশাবিদ’ নামে একটি ফার্মের পক্ষে প্রকৌশলী বায়েজীদ মাহবুব খন্দকার এই নকশাটি তৈরি করেছেন। দুই বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। বৃহত্তর রংপুর জেলার পাঁচ হাজার ৮৬৫ জন রাজাকারের তালিকা রয়েছে জাদুঘরটিতে। তাদের ক্ষমা প্রার্থনার দলিল, শান্তি কমিটির সদস্যদের তালিকা, রৌমারী রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত কিছু ডামি রাইফেল, ভূরুঙ্গামারী রণাঙ্গনে পাকিস্তানি বাহিনীর ছোড়া বিস্ফোরিত মর্টার শেল, গ্রেনেড-গোলার বাক্স ও নানা দলিল প্রভৃতি।